Happy Halkhata Of Bashundhara Cement In Singair

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইরে মেসার্স সামাদ এন্টারপ্রাইজের উদ্যোগে বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চারিগ্রাম শাহাদাৎ আলী খান  উচ্চ বিদ্যালয় মাঠে এই হালখাতা অনুষ্ঠিত হয়।

এতে প্রকৌশলী, ঠিকাদার, রাজমিস্ত্রি, রিটেলার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাত শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে ১০ জন সেরা বিক্রেতা ও ৫০ জন সাধারণ বিক্রেতাকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপ সিমেন্টের এজিএম মো. জিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট ঢাকা-২ ডিভিশনের ব্যবস্থাপক মো. মুক্তার আলী, সাভার এরিয়া ব্যবস্থাপক আশরাফুল হোসেন, সিঙ্গাইর উপজেলা অফিসার এহসানুল হক ও উপ-সহকারী প্রকৌশলী মো. সবুজ মিয়া।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরএ

Source: banglanews24.com