Halkhata Of Bashundhara Cement In Jessore

Halkhata Of Bashundhara Cement In Jessore

প্রতিবছরের মতো এবারো যশোরে অনুষ্ঠিত হলো বসুন্ধরা সিমেন্টের হালখাতা। এ উপলক্ষে সোমবার দুপুরে বসুন্ধরা সিমেন্টের যশোর অঞ্চলের ডিলার মেসার্স আশরাফুল ইসলাম-এর সত্ত্বাধীকারী আশরাফুল ইসলামের অফিসে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ সময় সেখানে বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. পলাশ আখতার, এরিয়া সেলস ম্যানেজার মো. রুহুল আমিন, যশোর অঞ্চলের ডিলার আশরাফুল ইসলামসহ যশোরের ৩০ জন রিটেইলার উপস্থিত ছিলেন।

পরে পাঁচজন সেরা রিটেইলারের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. পলাশ আখতার।

এবার প্রথম পুরস্কার পেয়েছে রেজা এন্টারপ্রাইজ। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার মৌসুমী ট্রেডার্স, তৃতীয় পুরস্কার শাওন এন্টারপ্রাইজ, চতুর্থ পুরস্কার লালন এন্টারপ্রাইজ এবং পঞ্চম পুরস্কার পেয়েছে ভাইভাই ট্রেডার্স।

অনুষ্ঠানে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. পলাশ আখতার বলেন, ‘তৃণমূল পর্যায়ে বসুন্ধরা সিমেন্টের যেসব বিক্রেতা রয়েছেন, তারাই মূলত বসুন্ধরা সিমেন্ট কম্পানির প্রাণ। তাই বসুন্ধরা সিমেন্টের বিক্রেতাদের যাবতীয় সুবিধা, অসুবিধা আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ’

বসুন্ধরা সিমেন্টের যশোর অঞ্চলের ডিলার আশরাফুল ইসলাম বলেন, ‘গুণ-মানে সেরা হওয়ায় বসুন্ধরা সিমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বেশি বিক্রি হওয়ায় বিক্রেতারাও ভাল লাভ করতে পারছেন। ’

খুচরা বিক্রেতা, ডিলার ও বসুন্ধরা সিমেন্ট কোম্পানির মধ্যে বর্তমানে যে সুসমন্বয় রয়েছে তা বিদ্যমান থাকলে বসুন্ধরা সিমেন্টের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।