সুনামগঞ্জে বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা, ব্যবসায়ীদের মিলনমেলা
সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বসুন্ধরা সিমেন্টের পরিবেশক সাগর এন্টারপ্রাইজের ওয়েজখালির কার্যালয়ে শুভ হালখাতার উদ্বোধন করা হয়। ব্যবসায়ী ও সুধীজনের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
বসুন্ধরা সিমেন্টের চিফ সেলস অফিসার শাহ জামাল সিকদার ও বসুন্ধরা সিমেন্টের পরিবেশক সুজিত দেব আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে আয়োজনের উদ্বোধন করেন।
পরে মুখরোচক নানা পদের খাবার পরিবেশন করা হয়। আয়োজনে প্রকৌশলী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে জেলার ২৫ জন ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়। শীর্ষ চারজনকে বিদেশ ভ্রমণের বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের জিএম আজাদ রহমান, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজার মো. খায়রুজ্জামান সিদ্দিকী, সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, অনুপম দেব, ব্যবসায়ী সুশান্ত দাস, রেনু মিয়াসহ বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তারা। চার শীর্ষ ব্যবসায়ী মো. আবু হানিফ, শাহজাহান মিয়া, কালাম হোসেন ও বাবুল মিয়াকে বিদেশ ভ্রমণের প্রণোদনা দেওয়া হয়। এ ছাড়া ২০ ব্যবসায়ীকে গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ পরিদর্শনের পুরস্কার দেওয়া হয়। শুভ হালখাতা অনুষ্ঠানে ব্যবসায়ী ও সুধীজনের মিলনমেলায় পরিণত হয়।
মো. কামরুজ্জামান বলেন, ‘বসুন্ধরা সিমেন্ট গুণে ও মানে সেরা। ঠিকাদারদের মধ্যে যাঁরা কোয়ালিটিফুল কাজ করেন তাঁরা এই সিমেন্ট ব্যবহার করেন।’
সেরা পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী মো. আবু হানিফ বলেন, ‘বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে আমি খুশি। আমি সরকারি-বেসরকারি যত কাজ করছি এই সিমেন্ট ব্যবহার করে সুফল পেয়েছি। এর গাঁথুনি প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত যাচ্ছে।
Source: bd-pratidin.com