জন্মদিনে ১১ হাজার এতিমের পাশে সায়েম সোবহান

 

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর তার এবারের জন্মদিন উদযাপন করেছেন প্রায় ১১ হাজার এতিম শিশুর সঙ্গে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১৭টি এতিমখানার প্রায় ১১ হাজার এতিম শিশুকে তাদের প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয় সুস্বাদু আহার। আগের দিন গভীর রাত থেকে চলেছে বাবুর্চিদের মাধ্যমে নিজস্ব আয়োজনে রান্না। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরের মধ্যে এতিমখানাগুলোতে পৌঁছে যায় খাবার। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্যে অনাথ শিশুরা পায় সুস্বাদু খাবার।

সায়েম সোবহান আনভীর এভাবেই নিজের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন এতিমখানার ভাগ্যাহত ১১ হাজার শিশুর সঙ্গে। অনাথ শিশুদের আপ্যায়নের এই আয়োজন তদারকি করেছেন তিনি নিজেই।

Source : ppbd.news