Iftar And Prayer Mahfil Of Bashundhara Cement Sector In Different Districts Of The Country
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট ও বীর সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় অভিজাত খুলনা ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় ডিলার, রিটেইলার, প্রকৌশলীসহ ৫০০ জন অতিথি অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং কর্মকর্তা খন্দকার কিংশুক হোসেন।
আরও উপস্থিত ছিলেন এমসিএমএলের জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, বিআইসিএলের সাউথ উইংয়ের ডিজিএম (সেলস) পলাশ আক্তার, এজিএম ব্র্যান্ড কমিনিউকেশন সিমেন্ট সেক্টর মো. সাইফুল ইসলাম রুবেল, বিআইসিএলের সাউথ উইংয়ের এজিএম (সেলস) মো. জিয়াউর রহমান, এমসিএমএলের ওয়েস্ট জোনের এজিএম (সেলস) মো. আশিক আহমেদসহ বসুন্ধরা সিমেন্ট সেক্টরের কর্মকর্তারা।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহফুজুর রহমান। এসময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীরসহ পরিবারের সবার দীর্ঘায়ু ও দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।