‘Demand For Bashundhara Cement Is Increasing’

 

যশোরে অনুষ্ঠিত হলো বসুন্ধরা সিমেন্টের হালখাতা। এ উপলক্ষে গতকাল সোমবার বসুন্ধরা সিমেন্টের যশোর অঞ্চলের ডিলার মেসার্স আশরাফুল ইসলামের অফিসে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় সেখানে বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. পলাশ আখতার, এরিয়া সেলস ম্যানেজার মো. রুহুল আমিন, যশোর অঞ্চলের ডিলার আশরাফুল ইসলামসহ যশোরের ৩০ জন রিটেইলার উপস্থিত ছিলেন। পরে পাঁচজন সেরা রিটেইলারের মাঝে পুরস্কার বিতরণ করেন মো. পলাশ আখতার।

এবার প্রথম পুরস্কার পেয়েছে রেজা এন্টারপ্রাইজ। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার মৌসুমী ট্রেডার্স, তৃতীয় পুরস্কার শাওন এন্টারপ্রাইজ, চতুর্থ পুরস্কার লালন এন্টারপ্রাইজ এবং পঞ্চম পুরস্কার পেয়েছে ভাই ভাই ট্রেডার্স।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মো. পলাশ আখতার বলেন, ‘তৃণমূল পর্যায়ে বসুন্ধরা সিমেন্টের যেসব বিক্রেতা রয়েছেন, তাঁরাই মূলত বসুন্ধরা সিমেন্টের প্রাণ। তাই বসুন্ধরা সিমেন্টের বিক্রেতাদের যাবতীয় সুবিধা-অসুবিধা আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ’

আশরাফুল ইসলাম বলেন, ‘গুণে-মানে সেরা হওয়ায় বসুন্ধরা সিমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বেশি বিক্রি হওয়ায় বিক্রেতারাও ভালো লাভ করতে পারছেন।