Bashundhara Cement Masonry Workshop
‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে বসুন্ধরা সিমেন্ট। আশুলিয়ার বাইপাইল বাটলার্স থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে গতকাল অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় ৪০ জন রাজমিস্ত্রি অংশ নেন। তারা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে কাজের অভিজ্ঞতা এবং এ সিমেন্টের ওপর তাদের নির্ভরতার কথা জানান। অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ-কৌশল ও নির্মাণ সংক্রান্ত নানা পরামর্শ দেন আশুলিয়া ইঞ্জিনিয়ার অ্যান্ড কনসালটিং অ্যাসোসিয়েশন সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান। তারা নির্মাণকাজে দক্ষ কর্মীর ভূমিকা এবং উন্নতমানের সিমেন্ট ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন। এছাড়া গুণগত মান বজায় রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বসুন্ধরা সিমেন্টের অবদানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইপাইল এলাকার ব্যবসায়ী মেসার্স আমিন ট্রেডিং করপোরেশনের কর্ণধার এম এম আমিনুল ইসলাম। তিনি বসুন্ধরা সিমেন্টের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা উপস্থিত রাজমিস্ত্রিদের কাছে তুলে ধরেন। বসুন্ধরা সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন এজিএম (সেলস ইস্ট জোন) জিয়ারুল ইসলাম, ডিভিশনাল সেলস ম্যানেজার মুক্তার আলী প্রমুখ। অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ১০ জন রাজমিস্ত্রিকে পুরস্কৃত করা হয়।
Source: bd-pratidin