ময়মনসিংহে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ইফতার ও দোয়া মাহফিল
দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় নগরীর কালীবাড়ি এলাকায় সোহাগ পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের এজিএম-সেলস (ইস্ট জোন) জিয়ারুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর সিমেন্টের এজিএম-সেলস (ইস্ট জোন) লুৎফুল হক খসরু, কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম-সেলস (ঢাকা উইং) মোহাম্মদ আলী, বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার রাজু আহমেদসহ বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের অন্য কর্মকর্তাবৃন্দ।
ইফতারের আগ মুহূর্তে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ তাঁদের পরিবারের সবার দীর্ঘায়ু এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
source : kalerkantho