জন্মদিনে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে বসুন্ধরার এমডি

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জন্মদিন উপলক্ষে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে সায়েম সোবহান আনভীরের বাসভবনে  শিক্ষার্থীদের মাঝে এককালীন নগদ অর্থ তুলে দেয়া হয়।

নিজের জন্মদিনে দারিদ্র্য জয় করা মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বৃত্তি তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেয়ার পাশাপাশি উচ্চশিক্ষার প্রতিটি ধাপে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার মাধ্যমেই মানুষের প্রজ্ঞা তৈরি হয়। প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের একত্র করার চেষ্টা করেছি। এদের মধ্যে কেউ এতিম, কেউ শারীরিক প্রতিবন্ধী, হতদরিদ্র পরিবারের সন্তান। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সহযোগিতায় শুভসংঘের মাধ্যমে তাদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের ঢাকায় আসা-যাওয়ার ব্যবস্থাসহ জামা-কাপড়ের ব্যবস্থা করা হয়। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের সহযোগিতায় ১০৪ জন শিক্ষার্থীকে নগদ ২৫ হাজার টাকা শিক্ষা-সহায়তা দেয়া হয়েছে।

এ ছাড়া প্রতিবছর এ আয়োজনের কথা জানিয়ে তিনি আরও বলেন, এরপর শুভসংঘ এইচএসসির শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

এ সময় আয়োজকরা জানান, এর বাইরে শিক্ষার্থীরা প্রতি মাসে ২ হাজার টাকা করে বৃত্তি পাবে।

এদিকে বসুন্ধরা গ্রুপের সহয়তায় শিক্ষার্থীরা বাল্যবিবাহ থেকে মুক্তি পেয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারছে বলে জানায় শিক্ষার্থীরা। অভিভাবকরা বলেন, এ সহায়তা তাদের ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম এবং পরিচালক জাকারিয়া জামান।

Source : somoynews